০১ থেকে ০৫ বছরের মধ্যে যে কোনো পূর্ণ মেয়াদে নবায়ন করা যাবে।      চলতি অর্থবছরে নবায়ন সম্পন্ন হলেই শুধুমাত্র পরবর্তী অর্থবছরের জন্য আমদানি সীমা হ্রাস/বৃদ্ধি করা যাবে।      হালনাগাদ আয়কর প্রত্যয়ন পত্র/রিটার্ন স্লিপ দাখিল করতে হবে।      ম্যানুয়াল চালান গ্রহণ করা হবে না।

  • ০১ থেকে ০৫ বছরের মধ্যে যে কোনো পূর্ণ
    মেয়াদে নবায়ন করা যাবে।
  • চলতি অর্থবছরে নবায়ন সম্পন্ন হলেই
    শুধুমাত্র পরবর্তী অর্থবছরের জন্য
    আমদানি সীমা হ্রাস/বৃদ্ধি করা যাবে।

Notice

একই সার্ভিসের জন্য আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্ট/কর্তন হলে দ্বিতীয় বার পেমেন্ট না করার জন্য অনুরোধ করা হচ্ছে ।

আপনার প্রতিষ্ঠানের অনুকূলে ২০২৩-২০২৪ করবর্ষের (ট্যাক্স এসেসমেন্ট ইয়ার) রিটার্ন দাখিল করে থাকলে তা অনলাইনে যাচাই করে সঠিক পাওয়া সাপেক্ষে নবায়ন আবেদন সম্পন্ন করুন এবং রিটার্ন দাখিলের প্রমাণক হিসেবে আয়কর প্রত্যয়নপত্র/রিটার্ন স্লীপ কপি আপলোড করুন।

  • ম্যানুয়াল চালান গ্রহণ করা হবে না।